মোহা: আসলাম আলী স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার মাজার ও ঐতিহাসিক মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে জুয়ার আসর থেকে সাবেক কাউন্সিলসহ-১০ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
রবিবার (১৪ এপ্রিল)রাত সাড়ে ১২ টার দিকে জুয়ার আসরে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় অবৈধ জুয়া খেলা ও বোর্ড পরিচালনার দায়ে বাঘা পৌরসভার সাবেক ৯ নং ওয়ার্ড কাউন্সিলসহ-১০ জনকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন,(১) বেলাল হোসেন (২) রুবেল হোসেন (৩) হাসান আলী (৪) মহসিন আলী (৫) রায়হান আলী(৬) খালেদ মাসুদ পাইলট (৭) আব্দুর রশিদ (৮) মোশারফ হোসেন (৯) মাহবুবুর রহমান হিমেল (১০) আলমগীর হোসেন। জুয়ার বোর্ড থেকে পলাতক আসামিরা হলেন,(১১) তানভীর আহমেদ তূর্য (১২) শিহাব আলী (১৩) মওদুদ আহমেদ সবুজ (১৪) রাসেল (১৫) রিমন আলী (১৬) জামাল হোসেন (১৭) সুরুজ জামান।
জানা গেছে,দীর্ঘ ৫ বছর পর ৫০০ বছরের ঐতিহাসিক রাজশাহীর বাঘার ঈদ মেলা ১০ শর্তে ১৫ দিনের জন্য ইজারা প্রদান করা হয়। গত বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১১ টায় বাঘা মাজার শরিফ চত্বরে ১৫ দিনের জন্য উন্মুক্ত ডাকের আয়োজন করে মেলার ইজারা প্রদান সম্পূর্ণ করা হয়। ২৭ লক্ষ ৪০ হাজার টাকার বিনিময়ে মেলার ইজারা প্রদান করা হয়। ৮ লক্ষ টাকার জামানত সাপেক্ষে ইজারায় অংশ নেয় প্রায় ২০ জন ব্যবসায়ী। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫ দিনের জন্য এই মেলা ইজারা দেয়া হয় বাঘা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেনকে। এদিকে মেলার ২৭ লক্ষ ৩০ হাজার টাকা ডাক দিয়ে দ্বিতীয় ডাককারী ছিলেন মোঃ সাইফুল ইসলাম এবং ২৭ লক্ষ ২০ হাজার টাকা ডাক দিয়ে তৃতীয় ডাককারী ছিলেন, সাংবাদিক আখতার রহমান।
এ মেলায় কোন অশ্লীলতা,জুয়া কিছুই চলবেনা মর্মে ১০টি শর্তে ১৫ দিনের জন্য ইজারা দেয়া হয়। উল্লখ্য গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে শুরু হয় এই মেলা। ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ সংলগ্নে ঈদগাহ মাঠে দিন-রাত চলে রমরমা জুয়ার আসর। বিষয়টি প্রশাসনের নজরে আসায় রোববার দ্বিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এবিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে ৩/৪ ধারায় মামলা দায়ের করে সোমবার (১৫ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।