সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা/কর্মচারীগণের ক্ষেত্রে সর্বজনীন পেনশন চালুকরণের নিমিত্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ও সচিব মোবারক হোসেন। সভামঞ্চে ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি।
সভায় সর্বজনীন পেনশন এর চারটি স্কিম প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
সভায় রাসিকের সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সকল বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।