গোমস্তাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া তরুণীকে মারধরের ঘটনায় আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের) দাবিতে অবস্থান নেয়া তরুণী (২৫)কে মারধরের ঘটনায় ২ মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের নুনগোলা মাস্টারপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো,প্রেমিকের ছোট ভাই ওই মহল্লার মৃত ফটিক আলীর ছেলে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান( ২৪),প্রেমিক ফরহাদ রেজা মিলনের স্ত্রী তোহুরা খাতুন ঝরনা( ২৫) ও মিলনের মা ফেরদৌসী বেগম (৪৩)।

আরও পড়ুনঃ   সারদায় পুলিশ একাডেমিতে রাসেলস ভাইপারের আটটি বাচ্চাকে পিটিয়ে হত্যা

এরআগে সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ওই তরুণী মামলা দায়ের করার পর পুলিশ ৩ জনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   শয্যা থেকে নিখোঁজ রোগী, ২ দিন পর হাসপাতালের শৌচাগারে মিলল মরদেহ

আটককৃতদের মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।