মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার শরিফাবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম টগর স্টোকজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি——— রাজিউন)।
রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুইকন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম সাইফুল ইসলাম টগর তেঁথুলিয়া নওদাপাড়া গ্রামের মৃত ডাঃ আবুল হোসেন এর ছেলে। আজ সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৩ টায় তেঁথুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক পরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (বাঘা-চারঘাট) এমপি, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু,বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী,বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মুহঃ শফিউর রহমান শফি প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।