চাঁপাইনবাবগঞ্জে ডিজিএফআই এর ভুয়া পরিচালকসহ আটক ২

স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিজিএফআই এর পরিচালক পরিচয় দিয়ে ব্যাংক ম্যানেজারকে ১০লাখ টাকা ঋণ নেয়ার জন্য চাপ দেয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে ভুয়া ডিজিএফআই পরিচালক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি মহল্লার এনামুল হকের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) ও তার সহযোগি নাচোল উপজেলার উত্তর মরিøকপুর গ্রামের খলিল উদ্দিন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৫২)। সোমবার দুপুরে তাদের নাচোল উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব থেকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা: বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

নাচোল থানার ওসি তারেকুর রহমান বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিরাজুল ইসলাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নাচোল বাজার শাখায় যান এবং নিজেকে ডিজিএফআই এর পরিচালক পরিচয় দিয়ে ব্যাংক ম্যানেজার আলমগীর হোসেনকে ১০লাখ টাকা ব্যাংক ঋণ দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ   আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু

এসময় ব্যাংক ম্যানেজারের সন্দেহ হলে তিনি নাচোল থানায় খবর দেন। পরে পুলিশ ব্যাংকে উপস্থিত হয়ে সিরাজুল ইসলামকে আটক করলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া বলে স্বীকার করে। পরে সেখান থেকে তার সহযোগি রফিকুল আসলামকেও আটক করা হয়। এঘটনায় নাচোল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।