স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : বাংলা নববর্ষকে বরণে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিল্পকলা একাডেমীর শিল্পীদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমীন ও একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, শিল্পকলা একাডেমীর সহ সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, শিশু একাডেমির শিক্ষক তারকনাথ সরকার সহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-সাংবাদিক প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ বৈশাখের গান, বাউল গান, নৃত্য এবং লোকজ সঙ্গীত পরিবেশন করেন।