বাংলা নববর্ষ বরণে দুর্গাপুরে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : বাংলা নববর্ষকে বরণে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিল্পকলা একাডেমীর শিল্পীদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম।

আরও পড়ুনঃ   নগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট পর্যন্ত প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন রাসিক মেয়র

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমীন ও একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, শিল্পকলা একাডেমীর সহ সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, শিশু একাডেমির শিক্ষক তারকনাথ সরকার সহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-সাংবাদিক প্রমুখ।

আরও পড়ুনঃ   রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত ৩টি মামলায় ৯ হাজার টাকা অর্থদন্ড

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ বৈশাখের গান, বাউল গান, নৃত্য এবং লোকজ সঙ্গীত পরিবেশন করেন।