অনলাইন ডেস্ক : ইসরাইলে ইরানের প্রতিশোধমূলক হামলার হুমকি বাস্তব। হোয়াইট হাউস শুক্রবার এ কথা জানিয়েছে।
প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরাইলি হামলায় দেশটির দুজন জেনারেল নিহত হওযার পর থেকেই ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা নিয়ে উদ্বেগ চলছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি শুক্রবার সাংবাদিকদের বলেছেন, আমরা এখনও এখানে ইরানের সম্ভাব্য হুমকিকে বাস্তব, কার্যকর বলে মনে করি।
তিনি আরো বলেছেন, ‘কোন আকারে, কোন মাত্রায় এবং কোন সুযোগ নিয়ে হামলা হতে পারে, তা আমি বলতে পারছি না।’ তবে ইরানের হামলার হুমকি ‘কার্যকর’ উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন ‘খুব, খুব নিবিড়ভাবে বিষয়টি দেখছে।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, ইরান ইসরাইলে বড়ো ধরনের হামলার হুমকি দিচ্ছে।
এ প্রেক্ষিতে তিনি ইরান হামলা চালালে ইসরাইলকে ‘লৌহবর্মের’ মতো সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন।