চা খেতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন তরিকুল

অনলাইন ডেস্ক : ঈদের দিন রাতে নড়াইল সদর উপজেলার ডৌয়তলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত পথচারীর পরিচয় মিলেছে। তার নাম তরিকুল শেখ (৪৫)। তার গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল ওদুদের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে ফরিদপুর থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসা তিন বন্ধু দুর্ঘটনার কবলে পড়েন। এর মধ্যে আলফাজ মাতুব্বর (২২) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। আলফাজের মোটরসাইকেলে থাকা দুই বন্ধু মোস্তাক সর্দার ও মুস্তাকিনসহ আহত হন আরেক পথচারী। হাসপাতালে আনার পর আহত তিনজনের মধ্য ওই পথচারীরও মৃত্যু হয়। তবে পথচারীর কোনো পরিচয় না পাওয়ায় মর্গে পড়ে থাকে তার মরদেহ। কয়েক ঘণ্টা পুলিশের তৎপরতায় মধ্য রাতে ওই পথচারীর পরিচয় পাওয়া যায়। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ঢাকায় ড্রাইভারের চাকরি করতেন তরিকুল। ঈদের কয়েকদিন আগে সদর উপজেলার মূলদাইড় গ্রামে ছোট বোন সাজেদা বেগমের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। ঈদের দিন সন্ধ্যায় বোনের বাড়ির পাশে ডৌয়তলায় ঢাকা-নড়াইল মহাসড়কের পাশে চা খেতে আসেন তিনি। এ সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তরিকুলের ভাতিজা মাহমুদ শেখ ঢাকা পোস্টকে বলেন, তার চাচা এসেছিলেন ছোট ফুফুর বাসায় বেড়াতে। সেখান থেকে চা খেতে বাইরে বের হন। পরে রাত ১১টার দিকে তারা জানতে পারেন তাদের চাচা দুর্ঘটনায় মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে এসে তারা মরদেহ শনাক্ত করে দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে যান।

আরও পড়ুনঃ   নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

এ ব্যাপারে নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন বলেন, ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন। তবে প্রাথমিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিচয় মিলেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।