সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর পবা থানা মারিয়া পূর্ব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি সুমন আলী রাজশাহী মহানগরীর পবা থানার মারিয়া পূর্ব পাড়া এলাকার আলম আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি সুমন আলীর বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ১১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি সুমন আলী পবা থানার মাড়িয়া পূর্ব পাড়া এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহমেদ ও তাঁদের টিম গতকাল ১১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১১:৪০ টায় অভিযান পরিচালনা করে আসামি সুমন আলীকে মারিয়া পূর্ব পাড়া থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।