আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

সংবাদ বিজ্ঞপ্তি : সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পহেলা বৈশাখ ১৪৩১ বর্ষবরণের যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তা ঐ দিন সন্ধ্যা ৬ টার পূর্বে শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামী ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্য বাজনা, হর্ণ বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা/র‌্যালিতে বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন-ভুভুজেলা এবং আতশবাজি ফোটানো, ফানুস/গ্যাস বেলুন উড়ানো, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানস্থলে আগত জনসাধারণ কোনরূপ ব্যাগপ্যাক/হাতব্যাগ/লাইটার/ম্যাচ ইত্যাদি বহন করতে পারবেন না।

আরও পড়ুনঃ   শেখ হাসিনাসহ আসামীদের বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত শুরু

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।