একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার ঈদ পালিত হবে বাংলাদেশে

অনলাইন ডেস্ক : সব অপেক্ষার অবসান! সিয়াম-সাধনার মাস রমজানও শেষ। বিশ্বের বেশিরভাগ দেশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে কাল বুধবার (১০ এপ্রিল) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

তবে বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ অঞ্চলে ঈদ উদযাপিত হবে পরের দিন বৃহস্পতিবার।

এরমধ্যে মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশে বৃহস্পতিবার আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে পালিত হবে ঈদ। মুসলিম দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে এবং কতগুলো রোজা পালন করল সেটির একটি তালিকা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান যুবাইর এহসান হক।

আরও পড়ুনঃ   উপজেলা পরিষদ নির্বাচন, মনোনয়ন জমার শেষ দিন সোমবার

এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশে কবে ঈদ—

ইন্দোনেশিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

মালয়েশিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

পাকিস্তান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি

আরব আমিরাত: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

আরও পড়ুনঃ   ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ৯২ নোবেল বিজয়ীর চিঠি

কাতার: ১০ এপ্রিল, বুধবার, রোযা, ৩০টি

সৌদি আরব: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

ইয়েমেন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

ওমান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

জর্দান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

ফিলিস্তিন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

মিশর: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

তিউনিসিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

মরক্কো: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি