ইসরাইলের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করছে তুরস্ক

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তুরস্ক মঙ্গলবার থেকে দেশটির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। তারা সিমেন্ট, ইস্পাত ও লোহাসহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

আরও পড়ুনঃ   যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত ইসরায়েল

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, ‘ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত এবং গাজায় পর্যাপ্ত ও নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।’