অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার কাজ সম্পন্ন করতে ঢাকায় আসায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে চতুর্থ ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
ঐ ম্যাচে হায়দারাবাদের কাছে ৬ উইকেটে হেরেছিলো চেন্নাই। তবে গতরাতে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফিজের ফেরার ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে চেন্নাই। ম্যাচে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ।
চেন্নাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৭২ রানের পাহাড় গড়া কোলকাতা। কিন্তু গতকালের ম্যাচে চেন্নাইয়ের বোলারদের সামনে অসহায় ছিলো কোলকাতার ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের মামুলি পুঁিজ পায় কোলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন আগের ম্যাচে ৩৯ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলা ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।
চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা ১৮ রানে ৩ উইকেট নেন। দ্বিতীয় বোলার হিসেবে আক্রমনে এসে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। এতে চলতি আসরে ৪ ম্যাচে সর্বোচ্চ ৯ উইকেট শিকারী এখন ফিজ।
১৩৮ রানের টার্গেটে অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ৬৭ রানে ১৪ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় চেন্নাই। ৫ ম্যাচে চেন্নাইয়ের তৃতীয় জয়। ৪ ম্যাচে প্রথম হারের স্বাদ নিলো কোলকাতা।