প্রথমবারের মতো সি-ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইসরায়েল প্রথমবারের মতো যুদ্ধ-জাহাজে-মাউন্টেড প্রতিরক্ষা ব্যবস্থা সি-ডোম মোতায়েন করেছে। দেশের দক্ষিণাঞ্চলীয় শহর আইলাতের কাছে আকাশ সীমায় ‘সন্দেহজনক’ লক্ষ্যবস্তুর প্রবেশের বিরুদ্ধে সি-ডোম কার্যকর ব্যবস্থা নেবে। মঙ্গলবার সেনাবাহিনী একথা জানিয়েছে।

সি-ডোম হল আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের একটি নৌ সংস্করণ যা রকেট এবং এটি ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়।

আরও পড়ুনঃ   তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন হামাস নেতা হানিয়াহ

সোমবার সন্ধ্যায়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইলাত এলাকায় একটি সতর্কতা জানিয়েছে, যা ফেব্রুয়ারিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষ্যবস্তু করেছিল।

আইডিএফ মঙ্গলবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘একটি শত্রু বিমানের অনুপ্রবেশের বিষয়ে আইলাত এলাকায় বাজানো সাইরেন অনুসরণ করে। আইডিএফ নৌ বাহিনী ইসরায়েলি ভূখন্ডে একটি সন্দেহজনক বিমান স্থাপনা ক্রসিং শনাক্ত করেছে।’

আরও পড়ুনঃ   ভারতে বিষাক্ত মদপানে অন্তত ৩৪ জনের মৃত্যু

‘সি-ডোম’ নৌ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা সফলভাবে আটকানো হয়েছে।’ এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি রকেটের দাম প্রায় ৫০ হাজার ডলার।