স্টাফ রিপোর্টার : অবৈধভাবে পুকুর, জলাশয় ভরাট বন্ধে জিরো-টলারেন্স ঘোষণা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। সেই লক্ষ্যে রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকায় পুকুর ভরাট করার অপরাধে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১২টায় নগরীর মেহেরচন্ডী এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
জানতে চাইলে জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, রাজশাহী জেলা প্রশাসন অবৈধভাবে পুকুর ভরাট বন্ধে জিরো টলারেন্স। নগরীর মেহেরচন্ডী এলাকায় একটি পুকুর ভরাট করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে নগরীর মেহেরচন্ডী এলাকার আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এসময় পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করায় ওই ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৬(ঙ) ধারা অমান্য করায় একই আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকার অর্থদণ্ড ও অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।