কেএনএফের তিন সদস্যসহ গাড়িচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলার সময় ব্যবহৃত গাড়ির চালক ও তিনজন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে রাত ১০টায় জেলা সদরের রেইসা চেকপোস্ট এলাকা থেকে ব্যাংক হামলায় সরাসরি জড়িত ৩ জন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করে। পরে সোমবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে গাড়িসহ চালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাড়ির চালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগর, রোয়াংছড়ি উপজেলার রৌনিন পাড়া ৬নং ওয়ার্ডের জিংচুন নুং বমের ছেলে ভানুনুন নুয়াম বম, থানচি উপজেলার ৯নং ওয়ার্ড সিমত্লাংপি পাড়ার লাল মুন চম বমের দুই ছেলে-মেয়ে জেমিনিউ বম ও আমে লনচেও বম।

আরও পড়ুনঃ   শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়নে মডেল পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বান্দরবান জেলা পুলিশ সুপার সৌকত শাহীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত গাড়ির চালক ও তিনজন কেএনএফ সদস্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ   কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, তাদেরকে গতকাল বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাব।

এর আগে গত মঙ্গলবার রাতে তারাবির নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাকে অপহরণ করে নিয়ে যায়।