অনলাইন ডেস্ক : রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো: এছাহাক (৩২), বর্তমানে সে মতিহার থানার তালামারী বালার ঘাট এলাকায় বসবাস করে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল পৌনে ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: আশরাফুল ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার তালাইমারী এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকাল ৫ টায় মতিহার থানার তালাইমারী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এছাহাককে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু কর হয়েছে।