রেখাকে বিয়ে করতে পারেননি বলে সালমান আজও অবিবাহিত

অনলাইন ডেস্ক : বিভিন্ন সময় প্রেমের সম্পর্কের জেরে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। যার মধ্যে অন্যতম নাম হল ঐশ্বরিয়া রাই বচ্চন। কান পাতলে শোনা যায় ঐশ্বর্যের জন্য নাকি মরতেও রাজি ছিলেন ভাইজান।


কয়েকদিনের মধ্যেই ক্যাটের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। কিন্তু সেই সম্পর্কের জল খুব বেশিদিন গড়ায় না। কারণ একটাই। ক্যাটের জীবনে একাধিক প্রেম। তবে কেউ তো একজন ছিলেন যাকে সত্যিই বিয়ে করতে চেয়েছিলেন সালমন খান, তিনি কে? উত্তর হল রেখা। হ্যা ঠিক শুনেছেন। রেখাকেই বিয়ে করতে চেয়েছিলেন ভাইজান।
এক সাক্ষাৎকারে সালমান মজা করে জানিয়েছিলেন, রেখাকে বিয়ে করতে পারেননি বলেই তিনি আজও হয়তো অবিবাহিত।

আরও পড়ুনঃ   শাকিবকে বিয়ে নিয়ে মুখ খুললেন ডাক্তার মিষ্টি জান্নাত

রেখার প্রতি ভালো লাগা-ভালোবাসা জন্মানো সেলেবদের অভাব নেই। সেই তালিকায় ছিলেন খোদ সালমান খানও। তবে রেখার মন প্রাণজুড়ে কেবল একজনেরই রাজত্ব চলে এসেছে, আর তিনি হলেন খোদ অমিতাভ বচ্চন।