৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের আলোচনা ও ইফতার

সংবাদ বিজ্ঞপ্তি : ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহীর সিটি হাট সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই ইফতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ।

আরও পড়ুনঃ   শহীদ জামিল দিবসে বক্তারা, “শহীদ জামিল ছিলেন সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক’’


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: তবিবুর রহমান, রাকসুর সাবেক ভিপি রাগীব হাসান মুন্না, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক।