৪০ রানে অলআউট গাজী টায়ার্স, ৩৮ বলে জয়ের বন্দরে মোহামেডান

অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে মাত্র ৪০ রানে অলআউট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৬.২ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

শনিবার (৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী টায়ার্স। ৭ বল খেলে ডাক খেয়ে ফেরেন আশিকুর রহমান শিবলি। তিনে নেমে ইফতিখার হোসাইন ইফতিও ডাক খেয়েছেন।

আরও পড়ুনঃ   বিশ্বকাপের যে তালিকায় সবার শীর্ষে বাংলাদেশ

টপ অর্ডার ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেছেন। ১১ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দলের ৫ ব্যাটার। সুবিধা করতে পারেননি বাকিরাও। দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল একজন। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেছেন ইফতেখার সাজ্জাদ।
শেষ পর্যন্ত ১২ ওভারে ৪০ রানে অলআউট হয় গাজী টায়ার্স। বাংলাদেশের ঘরোয়া ‘লিস্ট এ’ ক্রিকেটে এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০০২ সালে জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম।

আরও পড়ুনঃ   পিএসএলে অবিক্রিত সাকিব-মুস্তাফিজ

গাজীর ইনিংসকে আজ একাই ধসিয়ে দিয়েছেন মোহামেডানের বাঁহাতি পেসার আবু হায়দার। ২০ রানে ৭ উইকেট নেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে এটি এক ইনিংসে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড।