দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে পেশাদার সাংবাদিকদের উদ্যোগে এবং প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, দুর্গাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুর রব।

আরও পড়ুনঃ   রাজশাহী ফায়ার সার্ভিসের ৬৩ তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ

অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি রোকনুজ্জমান রোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।