স্টাফ রিপোর্টার : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে কর্মরত নিম্ন আয়ের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, চাউল, তৈল ও মশলা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে রাজশাহী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম এঁর সার্বিক ব্যবস্থাপনায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ুন কবীর, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হকসহ শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম জানান, পবিত্র রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ মেনে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।