মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় প্লাস্টিকের ক্যারেট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় পাকা সড়কের পার্শে আলিফ ট্রেডার্স প্লাস্টিকের গোডাউনে এ ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার কোটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আলিপ টের্ডাসের স্বত্তাধিকারী ইনছার আলী।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঘা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রন্জু।
স্থানীয়রা জানায়,এই আলিফ ট্রেডার্স প্রোপাইটার মোঃ ইনছার আলী পুরাতন ক্যারেটসহ অনেক প্লাস্টিক মেশিনের দ্বারা ছোট ছোট করে ভেঙ্গে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেন। তার প্রতিষ্ঠানে নিয়মিত ৮/১০ জন কর্মচারী কর্মরত আছেন। তারা বলেন,আগুনে দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
বাঘা ফায়ার সিভিল ডিফেন্সের এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, প্লাস্টিকের ক্যারেট কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি জানা যায়নি।
উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন,বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। সহযোগিতা চাইলে ব্যবস্থা নেওয়া হবে।