মোহনপুর আ.লীগ নেতৃবৃন্দের সাথে এমপি আসাদের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি : মোহনপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।

বৃহস্পতিবার রাজশাহী সিটি হাট সংলগ্ন আওয়ামী লীগ অফিসে এ মতবিনিময় সভায় মোহনপুর নির্বাচন কমিটির সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতা এনামুল হক, জেলা আওয়ামী লীগ সদস্য রোকসানা মেহবুব চপলা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মোহনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, জাহানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী , মৌগাছি ইউনিয়ন চেয়ারম্যান আলামিন বিশ্বাস, রায়ঘাটি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   তানোর-গোদাগাড়ীসহ প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন

এদিকে পবা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হাতে ঈদ শুভেচ্ছা তুলে দিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। বৃহস্পতিবার রাজশাহী সিটি হাট সংলগ্ন আওয়ামী লীগ অফিসে তিনি এসব উপহার তুলে দেন।

আরও পড়ুনঃ   চাপ প্রয়োগে সিদ্ধান্ত বাস্তবায়ন করে ফেলব এটা তোমরা মনে করো না-রাবি উপাচার্য

এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পবা উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, পবা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

পরে এমপি মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬০০ নেতা-কর্মীর হাতে বিভিন্ন ঈদের পোশাক বিতরণ করেন।