পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে রাজশাহী এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী এসোসিয়েশনের সদস্যবৃন্দ। বুধবার (৩ এপ্রিল) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ড. তরিকুল ইসলাম রাজা’র লেখা ‘রাজশাহীতে ভাষা আন্দোলন’ গ্রন্থসহ রাজশাহী এসোসিয়েশনের রচিত গ্রন্থ উপহার দেয়া হয়।

আরও পড়ুনঃ   ৩ উপদেষ্টার অপসারণ দাবির প্লাকার্ড নিয়ে সড়কে মহিলা দল নেত্রী

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, সাধারণ সম্পাদক ড. তরিকুল ইসলাম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন প্রমুখ।