স্টাফ রিপোর্টার : মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- বাপ্পী (৩৫), সুজন আলী (৩২), আ. রহিম (৩০), শাহীন শেখ (৩০), শাহ আলম (২৪) ও সাকিল (২৫)। তারা সকলেই নগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (৩ এপ্রিল) রাত ১:৩০ টায় ডিবি পুলিশের একটি টিম কেশবপুর নদীর ধার অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।