বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল পাটোয়ারী স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচন ও প্রচারণা সংক্রান্ত মতবিনিময় করেছেন।

রোববার উপজেলার বনাপাড়াস্থ তানিশা রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা এবং পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা আব্দুল মান্নান ও সঞ্চালনা করেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ। সভায় বিশেষ অতিথি হিসেবে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, আরটিভি’র জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন ও অন্যদের মধ্যে সাংবাদিক সুরুজ আলী, রতন আলী, আব্দুল কাদের সজল প্রমূখ বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   নগরীতে সংবর্ধিত হলেন পদকপ্রাপ্ত আবু তালহা

সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেলাল পাটোয়ারী বলেন, “আমি সব সময়ই মানুষের কল্যাণে কাজ করি। এ কাজ আমি মৃত্যু অবধি করে যেতে চাই। যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে এবং কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে তাদের হতাশামুক্ত জীবন আমি উপহার দিতে চাই। আর এটাই হচ্ছে আমার অন্যতম একটি লক্ষ্য। আমি সকলের কাছে দোয়া চাই ও পূর্ণ সহযোগিতা চাই।”