শুটিং সেটে গুরুতর আহত কোয়েল

অনলাইন ডেস্ক :টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, রবিবার (৩১ মার্চ) নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির নতুন পর্ব ‘একটি খুনির সন্ধানে’ সিনেমার শুটিং। সেখানেই গুরুতর আহত হয়েছেন কোয়েল। জানা যায়, হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   বিবাহিত বিয়ে করলে শেখদেরই বিয়ে করবেন মিষ্টি জান্নাত

সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মাণ করা হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।

এর আগে ২০১৯ সালে ‘মিতিন মাসি’ মুক্তি পায়। আর গত বছর সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পায়। এবার সেই ধারাবাহিকতায় নির্মাণ হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’।

আরও পড়ুনঃ   আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত মেহজাবীন

‘মিতিন মাসি’র এবারের পর্বে জঙ্গল ছেড়ে শহরেই খুনির সন্ধান করবে বাঙালির এই জনপ্রিয় নারী গোয়েন্দা। আগেই জানা গিয়েছিল এই সিনেমাতে থাকছে দুর্দান্ত অ্যাকশন।

অরিন্দম শীলের পরিচালনায় এতে আরও অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি ও অনসূয়া মজুমদার।