ব্যাটিং ব্যর্থতা নিয়ে যা বললেন জাকির

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা দল সংগ্রহ করেছিল ৫৩১ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল করেছে ১৭৮ রান। আজ তৃতীয় দিনের শুরুটা ভালো হলেও পরে খেই হারিয়ে ফেলেন দলের ব্যাটাররা। জাকির হাসান ছাড়া পারেননি কোনো ব্যাটার অর্ধ-শতক পূরণ করতে।

দলের এমন ব্যাটিং ব্যর্থতা নিয়ে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে জাকির বলেন, ‘আসলে কারণটা আর কী বলব আমরা টোটালি ফেল করেছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমার কাছে মনে হয় যে, আমাদের যে ভূমিকাটা ছিল, তা আমরা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার যেরকম খেলার কথা ছিল হয়তো ওরকম খেলতে পারিনি।’

সবশেষ ৫ ইনিংসের কোনোটাতেই দুইশও করতে পারেনি টাইগাররা। এই ধারবাহিক ব্যর্থতার চাপ প্রভাব ফেলে কিনা ব্যাটিংয়ে। জাকির বলেন, ‘না, আসলে ওইটা কাজ করা উচিত না। আমার হয়তো ওইভাবে করে না। আমি চেষ্টা করি প্রত্যেকদিনই নতুনভাবে শুরু করার। আসলে অন্য কারও কাজ করলো কি না আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে, বর্তমানটা যদি আমরা ভালো পারফর্ম করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য।’

আরও পড়ুনঃ   ক্রিকেটকে বিদায় জানালেন ধাওয়ান

‘আসলে সবার ক্ষেত্রে.. কী হয় সেটা আমি বলতে পারব না। কোচ বা যারা আছেন তারা বলতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে, শট সিলেকশনে একটু সর্তক হলে ভালো হয় আমার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বলছি যে, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। একটা টেস্ট ম্যাচ খেলতে আসলে প্রস্তুত হয়ে আসতে হবে আমার। এই মেন্টালিটিটা আমার সাইড থেকে গ্রো করা উচিত।’-যোগ করেন এই ওপেনার।

আরও পড়ুনঃ   ম্যাচের একদিন আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

আজ টেস্টের তৃতীয় দিনে সবমিলিয়ে ১৫ উইকেট হারিয়েছে দুই দলের ব্যাটাররা। জাকির মনে করেন, ‘আমাদের ওই নির্দিষ্ট ডেলিভারি তো ফেস করতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, আজকে বেশি বাতাস থাকার কারণে অনেক উইকেটে পড়েছে। এছাড়া সবই ঠিক ছিল। উইকেটের দিক থেকে সবই ভালো ছিল। কিন্তু ওই নির্দিষ্ট বলের জন্য… এটা আসলে কোনো কথা হতে পারে না যে, এটার জন্য আউট হয়ে গেছি। আমাদের আরও ভালো খেলা দরকার ছিল।’