বাঘায় জমি-জায়গা নিয়ে সংঘর্ষে আহত ৮

মোহাঃ আসলাম আলী,স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় জমি-জায়গা নিয়ে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গড়গড়ি ইউনিয়নের খানপুর বাজারে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,উপজেলার খানপুর গ্রামে শাজাহান আলী ও আত্তাব আলীর মধ্যে দীর্ঘদিন থেকে জমি-জায়গা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত প্রায়-৮জন আহত হয়। আত্তাব আলীর পক্ষের আহতরা হলো-আত্তাব আলীর ছেলে আরিফ হোসেন (৩০), মৃহ হযরত আলীর ছেলে লিটন আলী (৩৫), আরিফের স্ত্রী ফারিনা খাতুন (২৬)। শাজাহান আলীর পক্ষে আহতরা হলো-মৃত খলিল হোসেনের ছেলে শাজাহান আলী (৫০),মৃত ফরিদ হোসেনের ছেলে আজগর আলী (৬৫),নাজিম উদ্দিনের ছেলে মেজর হোসেন (৩৫)। তাদের উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় ৩৭৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই

এ বিষয়ে বাঘা বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মোঃ শোয়েব আলী বলেন,”এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে”।