স্টাফ রিপোর্টার : বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি, চাপাইনবাবগঞ্জ-২(ভোলাহাট-গোমস্তাপুর) আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি, বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কাসেম প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনার বিভিন্ন সরকারি উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সদস্যবৃন্দরা।