বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলে কারাগারে

অনলাইন ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলায় বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে উল্টো মারধর করায় ছেলে মো. স্বপন ফকিরকে (৩০) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত স্বপন ফকির উপজেলার চরপলিশা এলাকার মো. মজিদ আকন্দের ছেলে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ   আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরপলিশা এলাকার মো. মজিদ আকন্দ ও তার স্ত্রীকে ছেলে স্বপন ফকির ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধর করে আসছিল। গত বুধবার (২৭ মার্চ) বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে ছেলে স্বপন ফকির। এ ঘটনায় মজিদ আকন্দ তার ছেলে স্বপন ফকিরকে আসামি করে মেলান্দহ থানায় পিতা-মাতার ভরনপোষণ আইন ২০১৩ এর ৫ (১) ধারায় মামলা করেন।

আরও পড়ুনঃ   ‘আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই’

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, ভরণপোষণ দেওয়ায় বাবা ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।