স্টাফ রিপোর্টা : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি আজ (২৮ মার্চ) তিন দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। বৃহস্পতিবার রাতে তিনি সড়কপথে রাজশাহীরপুঠিয়া উপজেলাস্থ বিড়ালদহে তাঁর নিজ বাসভবনে এসে পৌঁছবেন।
পরদিন শুক্রবার (২৯ মার্চ) সকাল দশটায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকাল তিনটায় একইস্থানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন।
শনিবার (৩০ মার্চ) সকাল আটটায় তিনি পুঠিয়ার নিজ বাসভবন থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।