পাবনায় র‌্যাবের অভিযানে কিশোর গ্যাঙের ৮ সদস্য আটক

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাঙের আট সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার (২৩ মার্চ) দিনগত মধ্যরাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইলফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলো, ঈশ্বরদী শহরের কাচারিপাড়া এলাকার শাকিল রহমানের ছেলে জোবায়ের রহমান (১৭), আমবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে রোহান হোসেন (২১), একই এলাকার জাবেদ আলির ছেলে আল আমিন (১৭), মৃত লিটন হোসেনের ছেলে বাপ্পী হোসেন (১৬), আনিসুর রহমানের ছেলে রাকিব হোসেন (১৭), শহরের কদমতলা এলাকার জাহাঙ্গির হোসেনের ছেলে শিহাব হোসেন (১৬), মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন (১৭) ও পূর্ব ট্যাংকি ইদগাহ রোড এলাকার হাসান আলির ছেলে তাহসিন আলী (১৭)।

আরও পড়ুনঃ   বাউবি পরিচালিত এসএসসি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও বই উৎসব

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার রোববার (২৪ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় জন সাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল কিশোর গ্যাঙের সদস্যরা। বিভিন্ন রাস্তাঘাটে ও শহরের বিভিন্ন গলিতে রাতের বেলায় ডাকাতি, দস্যুতা, চুরি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মে জড়িত তারা।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাতি, নারী–শিশুসহ আহত ৬

স্থানীয়দের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।