সবাইকে রঙ লাগাতে আমি দিই না

অনলাইন ডেস্ক : বসন্তকাল বেশ পছন্দ অভিনেত্রী স্বস্তিকা দত্তের। তবে দোল খেলেন না। কোনও দিনই রং খেলেননি তিনি। স্বস্তিকার কথায়, আমি রং খেলি না। তবে বসন্তে প্রকৃতি যেন ফুল-ফলে নতুন করে সেজে ওঠে। এই নতুনের আগমন ভালো লাগে। পরিবেশটা ভীষণ মনোরম থাকে। বসন্তের হাওয়াও বেশ পছন্দ। তবে ছোটবেলায় এক রকম ভাবে বসন্ত উদ্‌যাপন করা হতো। এখন অবশ্য কাজের মধ্যে সবটা কেটে যায়।

আরও পড়ুনঃ   কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

অভিনেত্রী না হয় নিজে থেকে রং খেলেন না। কিন্তু, কেউ কি রং লাগতে চান না তাকে? স্বস্তিকার সাফ জবাব, সবাইকে রঙ লাগাতে আমি দিই না।

 

এই বসন্তে কখনও পুরোনো কথা মনে পড়ে কি না জানতে চাইলে স্বস্তিকা জানান, সে সব কথা বলতেই চান না আর। কিন্তু দোলে কি গৃহবন্দি থাকবেন অভিনেত্রী? তা এখনও ঠিক করেননি বলেই জানিয়েছেন স্বস্তিকা।