রমজান উপলক্ষে নাবিল গ্রুপের ব্র্যান্ড ফুডেলা’র স্বল্প মূল্যে পণ্য বিক্রি

সংবাদ বিজ্ঞপ্তি: পবিত্র রমজান মাস উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য শুক্রবার (২২ মার্চ) নগরীর সাহেববাজার বড়মসজিদ, হড়গ্রাম বাজার, উপশহর কড়ইতলা জামে মসজিদ, পদ্মা আবাসিক ৭ নম্বর রোড মসজিদ, শাল বাগান মসজিদ, বিনোদপুর বাজার এবং নওদাপাড়া বাজার এলাকায় নাবিল গ্রুপের ব্র্যান্ড ফুডেলা’র আটা, ময়দা, সূজি, ব্রাউন আটা, মশুর ডাল, সয়াবিন তেল, সরিষার তেল, চিনিগুড়া চাল, মিনিকেট চাল, নাজির শাইল চাল, বাংলামতি চাল, ঘি, মাঠা ইত্যাদি পণ্য ছাড়কৃত মূল্যে বিক্রি করা হয়।

আরও পড়ুনঃ   রাবি শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে ৪০ বানান ভুল

জেনারেল ম্যানেজার-এফএমসিজি (বিক্রয়) মো. আবিদ হোসেন খানের নেতৃত্বে রাজশাহী মহানগর ছাড়াও পাবনার চীনাখরা বাজার মসজিদ, বগুড়া সাত মাথা কেন্দ্রীয় মসজিদ এবং জামিল মাদ্রাসা ও মসজিদ কলোনি, ঠাকুরগাঁর পীরগঞ্জ কলেজ বাজার মসজিদ, দিনাজপুর ফুলবাড়ি বাজার মসজিদ, রংপুরের বিরাম পুর কেন্দ্রীয় মসজিদ, নওগাঁ সোসাইটি মসজিদ এলাকায় উক্ত কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় বিক্রয় প্রতিনিধিগণ। এছাড়া আগামি ০৫এপ্রিল২৪ শুক্রবার তারিখে উল্লেখিত স্থান সমূহে একই কার্যক্রম পুনরায় পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ   রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

উল্লেখ্য দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।