মোহাঃ আসলাম আলী, স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র কারবারীকে গ্রেফতার করা হয়েছে।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) রাজশাহীর একটি দল বুধবার রাত ৮টার দিকে বাঘার হেলালপুর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা নাম মো. রতন (৩০)। রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে তাঁর বাড়ি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রতন একজন অস্ত্র কারবারি। তাঁর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকাল রাতেই একটি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।