ঈশ্বরদীতে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে তিন ভাটায় জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে তিন ইট ভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলার লক্ষ্মীকুন্ডা এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির।

আরও পড়ুনঃ   মেয়ের পরকীয়ার বলি সাবেক এমপি খান মজলিসের স্ত্রী সেলিনা

আদালত সূত্র জানায়, ইটভাটার বৈধ অনুমোদন না থাকা, কাঠ পুড়ানো ও পরিবেশ দূষণের অভিযোগে পদ্মা ব্রিকসকে ৩০ হাজার, মেসার্স একতা ব্রিকসকে ৩০ হাজার ও সেভেন স্টার ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিএম রাসসিন করিব জানান, তিনটি ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।