হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার (১৯মার্চ) দুপুরে বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে কয়েকজন কাউন্সিলর সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে কাউন্সিলররা বলেন, মেয়র আব্দুল মালেক মন্ডল ও প্যানেল মেয়র হাচেন আলী, দোলাহার হোসেন এবং সচিবের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী লিটন মিয়ার যোগসাজোশে পৌরসভার বিভিন্ন টেন্ডারকৃত কাজ সম্পন্ন না করে মেয়র নিজেই কাজ নিয়ে টাকা উত্তোলন করে আত্বসাত করে আসছেন। লিখিত বক্তব্যে তারা বলেন, ২০১৯ সালে ইজিপির দুই কোটি একত্রিশ লাখ টাকার কাজ আংশিক করে সম্পূর্ণ টাকা আত্বসাত করেন। ২০২২ সালের কোটেশান টেন্ডারের পাঁচ লাখ ছিয়াশি হাজার ও নয় লাখ নিরানব্বই হাজার, চলতি বছরে এক লাখ চল্লিশ হাজার টাকার কাজ না করেই টাকা আত্বসাত করেন। এছাড়াও গোপন বহিতে আদায়কৃত ট্রেড লাইসেন্স বিক্রির টাকা জমা না দেয়া, পৌর কর আদায় করে জমা না দেয়া, নতুন পৌর ভবন নির্মাণ কাজ ঠিকাদার কে না দিয়ে নিজেই নিম্ন মানের ইট, রড, সিমেন্ট ব্যবহার ও পাথরের পরিবর্তে ইটের খোয়ার ব্যবহার, পৌরসভার বিভিন্ন স্থানে টিনের ঘর তৈরী করে ব্যক্তিগত ভাবে ভাড়া আদায়, পৌরসভার ট্রাক রোলার ও অন্যান্য সরঞ্জামাদি ব্যক্তিগত কাজে ব্যবহার, ভবানীগঞ্জ বাইপাস রাস্তা বিভিন্ন অর্থ বছরে টেন্ডার হলেও কাজ না করে অর্থ আত্বসাত, করোনাকালীন বরাদ্দের টাকা আত্বসাত, কাউন্সিলরদের সঙ্গে দূর্ব্যবহারসহ ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার উন্নয়ন কে বাধাগ্রস্ত করছেন। অপরদিকে এডিপি ফান্ডের টাকা পৌরসভার একাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়র ও সচিবের যোগসাজোশে উত্তোলন করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ করা হয়। ২০০০ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই সহকারী প্রকৌশলী হিসেবে লিটন মিয়া বিভিন্ন অনিয়ম দূর্নীতে জড়িত থাকলেও রহস্যজনক কারনে একনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছেন বলে অভিযোগ করা হয়। উপজেলা সদরের কয়েকটি বাণিজ্যিক মার্কেটে স্বজন প্রীতি করে কর আদায় না করে সরকারের রাজস্ব ফাঁকি এবং চাকরী দেয়ার নামেও অর্থ আত্বসাতের অভিযোগ পাওয়া যায়। দানগাছি মহল্লার আলামিন জানান, তার কাছ থেকে ড্রাইভার পদে চাকরি দেয়ার নামে সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়া হয়। কাউন্সিলর দোলাহারের মাধ্যমে মেয়র আব্দুল মালেক মন্ডল কে ওই টাকা দেন বলে জানায় আলামিন হোসেন। সম্মেলনে কাউন্সিলররা এহেন অনিয়ম-দূর্নীতির কারনে মেয়র আব্দুল মালেক মন্ডলের অপসারন ও সহকারী প্রকৌশলী লিটন মিয়াকে বদলীর দাবী জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাউন্সিলর শরিফুল ইসলাম তুহিন, আব্দুল মজিদ, আব্দুল হান্নান, আহাদ আলী প্রামানিক, আলমগীর হোসেন, নারী কাউন্সিলর এর স্বামী জবান আলী, ভূক্তভোগী আলামিন হোসেন প্রমূখ। এসব ব্যাপারে যোগাযোগ করা হলে ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো তারা মন্ত্রনালয়ে জমা দেয়ার প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ডিডি এলজি তদন্ত করেছেন। এখনো প্রতিবেদন দাখিল করেননি। তবে কাউন্সিলররা যেসব অভিযোগ এনেছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
Related Posts
৫ বছর পর সাবেক এমপি আয়েনের নামে মামলা
- kabir
- আগস্ট ২৪, ২০২৪
- 0
স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর পবায় ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল দেওয়ার অভিযোগে সাড়ে ৫ বছর পর মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার […]
বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
- gonodhoni
- নভেম্বর ১৫, ২০২৪
- 0
সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার […]
রাজশাহীতে অপপ্রচারের দায়ে একজনের ১৩ বছরের দণ্ড
- kabir
- জুন ১২, ২০২৪
- 0
স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের নামে অপপ্রচার ও মানহানিকর তথ্যের দায়ে কথিত ‘বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল’ (বাসবিদ) চাঁপাইনবাবগঞ্জ শাখার স্থানীয় এক সংগঠকের ১৩ বছরের সশ্রম […]