ভিসা হওয়ায় আজই কুয়েত যাচ্ছে বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নির্ধারিত সময়েই সৌদি আরব থেকে কুয়েত যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শেষ মুহূর্তে ভিসা হওয়ায় আজই কুয়েতের উদ্দেশ্যে রওনা হবেন জামাল ভূঁইয়ারা।

রবিবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় (সৌদি সময় দুপুর সাড়ে ১২টা) সৌদি থেকে কুয়েতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।

আরও পড়ুনঃ   ক্রীড়া পরিদপ্তরে পরিচালক বদলি

এর আগে বাফুফের একটি সূত্র জানিয়েছিল, বেশ কয়েকজন ফুটবলারের পাসপোর্ট জতিলতা থাকায় ভিসা পাওয়া নিয়ে জেগেছিল শঙ্কা। এরপরে তারা সমস্যা সমাধানের চেষ্টা করেছিল। তারপরেই ভিসা জটিলতা কেটে গেছে বলে জানিয়েছে সূত্রটি।

আরও পড়ুনঃ   দেড়শোর আগেই অলআউট বাংলাদেশ

এদিকে শনিবার (১৬ মার্চ) সৌদি আরবে জিম সেশন করেছেন ফুটবলাররা। কুয়েতই ফিলিস্তিন ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে সন্তুষ্ট ফুটবলার ও কোচিং স্টাফরা।