ভারতের মাটিতেই হবে আইপিএলের সব ম্যাচ

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ২২ মার্চ। এই আসরের প্রথম ভাগের সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। আর এ ম্যাচগুলো ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। তবে গুঞ্জন ছিল, আইপিএলের দ্বিতীয়ভাগের ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

সেই গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ। আইপিএলের পুরো মৌসুম ভারতেই হচ্ছে, নিশ্চিত করেন তিনি। বিসিসিআইয়ের সচিব ক্রিকবাজকে বলেন, ‘নাহ, এটা কোথাও সরছে না। আইপিএল ভারতেই হবে।’

আরও পড়ুনঃ   ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

এর আগে অবশ্য বেশ কয়েকবার ভারতের বাইরে আইপিএল আয়োজন করা হয়েছে। বিশেষ করে নির্বাচনের কারণে ভারতের বাইরে নেয়া হয় আইপিএল। ২০১৪ সালে সাধারণ নির্বাচনের কারণে আইপিএলের প্রথমার্ধ হয়েছিল সাউথ আফ্রিকায়। এরপর ২০২০ আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

আরও পড়ুনঃ   আগামীকাল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রিকেটাররা

অবশ্য সেবার করোনার প্রাদুর্ভাবের কারণে আইপিএল ভারতের বাইরে আয়োজন করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপর ২০২১ আইপিএলেরও শেষভাগের ম্যাচগুলো আরব আমিরাতে সরিয়ে নিতে হয়েছিল তাদের। এরপর অবশ্য ২০২২ ও ২০২৩ আইপিএল ভারতেই আয়োজন করা হয়েছে।