শিল্পী সমিতির পিকনিকে দাওয়াত না পেয়ে যা বললেন জায়েদ খান







গণধ্বণি ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন আজ শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের এ বনভোজনে দাওয়াত পাননি জায়েদ খান। বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই।

আরও পড়ুনঃ   ‘আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে’

নায়ক জায়েদ খান বলেন, ‘পিকনিকের কোনো দাওয়াত কার্ড আমাকে পাঠানো হয়নি। এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি।’

তিনি আরও বলেন, ‘গত দুই বছর ধরে এই কমিটি কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারত। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।’

আরও পড়ুনঃ   অস্কারে যাওয়া গান নিয়ে যা বললেন ইমন

এ বিষয়ে জানতে শিল্পী বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে মুঠোফোনে একধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।