রাকাব-এর অর্ধ-বার্ষিক পারফরমেন্স মূল্যায়ন সভা-২০২৩ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ২৩ জানুয়ারি ২০২৪ তারিখ মঙ্গলবার বেলা ১০:৩০টায় রাজশাহীস্থ এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিঃ এর কনফারেন্স রুমে রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিঃ এর অর্ধ-বার্ষিক পারফরমেন্স মূল্যায়ন সভা-২০২৩ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিঃ এর চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথ। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ সালাহ উদ্দিন গাজী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাকাব, এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিঃ এর পরিচালকবৃন্দ রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের ট্রেজারার, প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ; ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন।

আরও পড়ুনঃ   এস আলমের বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি

এছাড়াও এসইসিপি’র রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক এবং জোনের আওতাধীন সকল শাখার মাঠ কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসইসিপি’র প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।