নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার







স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ১১ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। শুক্রবার (৮ মার্চ) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ   বাঘায় তিনটি মন্দির ভাংচুর ও লুটপাট, আটক ১

শনিবার (০৯ মার্চ) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ১ জন, মতিহার থানা ২ জন, পবা থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৫ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩০ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এক ও অভিন্ন: এমপি আসাদ