শাহবাগ থানার ডাম্পিং জোনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট







অনলাইন ডেস্ক : রাজধানীর শাহবাগ থানার পেছনে ডাম্পিং করে রাখা গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকেল ৩ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শাহবাগ থানার ডিউটি অফিসার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩টার দিকে আগুনের সূচনা হয়। তবে এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুনঃ   রেঞ্জ ডিআইজি ও ঢাকার বাইরের পুলিশ কমিশনারদের বদলি

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, পৌনে ৩টায় শাহবাগ থানার পেছনে জব্দ করা পুরাতন গাড়িতে আগুন লাগার খবর পাই। ৩টার কিছু সময় আগে পলাশী এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুনঃ   জনগণ ও বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়নে প্রধানমন্ত্রীর আহ্বান