স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলাজুড়ে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়েছেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক বেলাল উদ্দীন সোহেল। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেড় হাজার মোটরসাইকেল নিয়ে গোদাগাড়ীর দুটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন এলাকায় শোডাউন দেন।
বেলাল উদ্দীন সোহেল গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রথমবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব পালন করছেন ২ বছর ৩ মাস। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এই এলাকায় জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করে গতবছর জেলার ৭২টি ইউপি চেয়ারম্যানের মধ্যে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হন।
এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে জেলায় টানা ছয়বছর ধরে সর্বোচ্চ আয়কর দেওয়ার সম্মাননা পাচ্ছেন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ জন্য শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রায় তিন হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোডাউন দিয়েছেন। দুপুরে উপজেলার সাড়ইল এলাকা থেকে শোডাউনটি বের করা হয়।
এটি রাজাবাড়ী, বিজয়নগর, প্রেমতলী, মাটিকাটা বাইপাস, গোদাগাড়ী পৌর এলাকা, বাসুদেবপুর, জৈটাবটতলা, সাধুর মোড়, নবগ্রাম, আইহাই রাহী, কাঁকনহাট, চব্বিশনগর হয়ে কদমশহরে গিয়ে শেষ হয়। মোটরসাইকেল শোভাযাত্রার সামনে একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, ‘আমি জনসেবায় বিশ^াসী। সে কারণে মাত্র ২ বছর ৩ মাস ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালেই জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে চাই। স্মার্ট গোদাগাড়ী উপজেলা গড়তে চাই। তাই আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’
এ সময় তাঁর সঙ্গে দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক বাবলু, সাধারণ সম্পাদক আসাদুল হক, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সহসভাপতি আলমগীর কবির স্বপন, দেওপাড়া ইউপির ৯টি ওয়ার্ডের সদস্যসহ প্রায় তিন হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।